আল-হাদাফ

ফাউন্ডেশন

"যে জীবন অপরের জন্য না, সেটি কোন জীবন না " মাদার তেরেসার এই উক্তির মাধ্যমে আমরা নতুন করে ভাবতে শিখি। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের এই যুগে অসহায়, দুঃস্থ মানুষের কথা কেউ ভাবে না। আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা মানুষকে নিষ্ঠুর ও নির্দয় করে গড়ে তুলছে। পুঁজিবাদের আগ্রাসনে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলেছি। যে উম্মাহকে মানুষের জন্য তৈরী করা হয়েছে, তারা তাদের দায়িত্ব ও কর্মকে হারিয়ে ফেলতে বসেছে। তবে,আর বসে থাকা নয়। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও অধিকার বঞ্চিত মানুষকে তাদের অধিকার পৌঁছিয়ে দিতে Al Hadaf Foundation - AHF আল হাদাফ ফাউন্ডেশনের নতুন পথচলা। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে ইনশাআল্লাহ আমরা বঞ্চিত, দুঃস্থ, অসহায়, এতিম মানুষের কাছে তাদের অধিকার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। মানুষের মাঝে তাদের ঘুমন্ত অনুভূতিকে নতুন করে জাগিয়ে দেওয়া। "মানুষের তরে মানুষ আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।"

সাম্প্রতিক

আল-হাদাফ ফাউন্ডেশন

বিজয়ের ৫০তম পুর্তি উপলক্ষে আল-হাদাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অধিকার করেছেন ওয়াফিয়া জান্নাত (সিলেট), ২য় স্থান অধিকার করেছেন মুহাম্মদ মাহমুদুল হাসান (চট্টগ্রাম), ৩য় স্থান অধিকার করেছেন মুহাম্মদ তারিকুর রহমান (চট্টগ্রাম)।

Happy Clients says

Congratulations

Tarequr Rahman

Institution :- Portcity International University

Congratulations

Wafiya Jannat

Institution: Moulvibazar Govt College

Congratulations

Mohammad Mahmudul Hasan

Institution:Chittagong University.

সহায়তা

...
খাদ্যসামগ্রী বিতরণ


আমাদের লক্ষ্য ছিলো দু'টি। ১/ খোঁজে খোঁজে এমন কিছু পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া যারা সচারাচর মানুষের কাছে চাইতে পারে না। আত্মসম্মান, লজ্জা তাদের বাধা হয়। ২/ স্বল্প কিছু পরিবারকে কমপক্ষে ১ মাসের খাদ্য সহায়তা করা। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।

...
ইফতারের আয়োজন

Al Hadaf Foundation - AHF
আল-হাদাফ ফাউন্ডেশনের উদ্যোগে হিদায়াতুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতারের আয়োজন।ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে ইনশাআল্লাহ আমরা বঞ্চিত, দুঃস্থ, অসহায়, এতিম মানুষের কাছে তাদের অধিকার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি।

...
মাস্ক বিতরণ

Al Hadaf Foundation - AHF

আল-হাদাফ ফাউন্ডেশনের উদ্যোগে আরো দু'টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়েছে। ১ম/ তারবিয়াতুল উম্মাহ মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম। ২য়/ আলী বিন আবি তালিব (র:) ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অক্সিজেন, চট্টগ্রাম।

frequently Asked questions

আসসালামু আলাইকুম... প্রিয় ছাত্র ভাইরা..! আমরা সরকারি, কওমি মাদ্রাসা ও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রদের নিয়ে একটি মানব সেবা মূলক সংগঠন প্রতিষ্ঠা করছি..। যার কাজ হবে.. অসুহায়,দরিদ্র মানুষের সেবা করা ও পথ শিশুদের সুশিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি.। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এ দিকে কাজ করছে। কিন্তু, মাদ্রাসার ছাত্ররা এ তুলনায় অনেক পিছিয়ে, এক প্রকার এ কাজে নেই বললেই চলে..। তাই, আসুন..! প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে আপন সাদ্ধ অনুযায়ী মানুষের সেবা করি.। বেশি না, প্রতি মাসে ১০০ টাকা করে দিলে হবে, গড়ে প্রতিদিন ৩-৪ টাকা। আশা করি সকলেই ইতিবাচক সাড়া দিবেন..। যোগাযোগ : ০১৮৬০৩১৪১৫৭.

মানবতার কল্যাণে আমাদের ধারাবাহিক পথচলায় একটু ভিন্নতা। অসহায় মানুষের শিক্ষা ও চিকিৎসা নিয়ে আমাদের অগ্রযাত্রা। আমাদের লক্ষ্যই হচ্ছে সামর্থের মধ্যে ছোট হলে ছোট সুযোগ হলে বড় খেদমত এবং সেবা করে যাওয়া। এমন আরো অনেক শিশুদের আমরা শিক্ষার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য চাই আল্লাহর সাহায্য ও আপনাদের সুপরামর্শ। আমাদের এই যাত্রায় আপনিও আমাদের সহযোগী ও শুভাকাঙ্খী হয়ে আমাদের এই যাত্রাকে আরো দৃঢ় ও ত্বরান্বিত করবেন বলে আমরা আশাবাদী।

আল-হাদাফ ফাউন্ডেশন অসহায়, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের সন্তানদের এবং সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুশিক্ষায় শিক্ষিত গড়ার লক্ষ্যে তাদেরকে পড়া-লেখার সুযোগ করে দিচ্ছে আল হাদাফ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় "পার্বত্য জেলা রাঙ্গামাটির একটি মাদ্রাসার ২জন অসহায়, এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিলো আল হাদাফ ফাউন্ডেশন। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।