আল-হাদাফ

ফাউন্ডেশন

"যে জীবন অপরের জন্য না, সেটি কোন জীবন না " মাদার তেরেসার এই উক্তির মাধ্যমে আমরা নতুন করে ভাবতে শিখি। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের এই যুগে অসহায়, দুঃস্থ মানুষের কথা কেউ ভাবে না। আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা মানুষকে নিষ্ঠুর ও নির্দয় করে গড়ে তুলছে। পুঁজিবাদের আগ্রাসনে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলেছি। যে উম্মাহকে মানুষের জন্য তৈরী করা হয়েছে, তারা তাদের দায়িত্ব ও কর্মকে হারিয়ে ফেলতে বসেছে। তবে,আর বসে থাকা নয়। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও অধিকার বঞ্চিত মানুষকে তাদের অধিকার পৌঁছিয়ে দিতে Al Hadaf Foundation - AHF আল হাদাফ ফাউন্ডেশনের নতুন পথচলা। ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে ইনশাআল্লাহ আমরা বঞ্চিত, দুঃস্থ, অসহায়, এতিম মানুষের কাছে তাদের অধিকার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। মানুষের মাঝে তাদের ঘুমন্ত অনুভূতিকে নতুন করে জাগিয়ে দেওয়া। "মানুষের তরে মানুষ আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।"

Attention!!!

#Pray_to_ALLAH_more_and_more.
#STAY_Home #STAY_Safe
1/Wash Hand
2/Use Masker
3/Use Disinfection
4/Avoid Crowd
আল-হাদাফ ফাউন্ডেশন

জনসচেতনতায় আল-হাদাফ

আলহামদুলিল্লাহ, আপনাদের ও সহযোগিতায় আমাদের মাস্ক বিতরণ কর্মসূচী এখনো অব্যাহত আছে। গতকাল আল-হাদাফ ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকায় অবস্থিত #হেদায়াতুল_ইসলাম_মহিউস_সুন্নাহ_মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক: মাওলানা নুরুল আমিন সাহেন, আল-হাদাফ ফাউন্ডেশনের সেক্রেটারি: Mohammad Arfat ও আইন বিষয়ক সম্পাদক: Fahim Sikder এবং বিভিন্ন অতিথিবৃন্দ।

জনসচেতনতায় আল-হাদাফ

Ad-Dua Welfare Foundation - আদ দুআ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তরফ থেকে আল-হাদাফ এর দায়িত্বশীল ব্যাক্তিকে ২০০ প্যাক মাস্ক প্রদান করা হয়।আল হাদাফ ফাউন্ডেশন করোনা মহামারীর শুরু থেকেই জনসচেতনতামূলক কাজে নিজেদের ব্যস্ত রেখেছিল ও রেখেছে। করোনাকালীন এমন সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেভাবে যেদিক থেকেই সম্ভব একটা সাপোর্টিং টিম হিসেবে কাজ করে যেতে।বাকীটা আল্লাহ তায়ালার ইচ্ছা। ১৮.০৪.২০২১

জনসচেতনতায় আল-হাদাফ

চট্টগ্রাম শহরের রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় অস্তিত্ব তাওহীদুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আল-হাদাফ ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আল-হাদাফ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি : H.M. Salman, সিনিয়র সহ-সভাপতি: Arif Al Murtaza ও সেক্রেটারি : Mohammad Arfat